জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আসনে (রংপুর-৩) আগামী ৩-৫ অক্টোবরের মধ্যে ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে এরশাদের আসনে উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি জোর প্রস্তুতি নিচ্ছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যুতে গত ১৬ জুলাই রংপুর-ত আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

সংবিধানের ১২৩(৪) দফায় বলা হয়েছে, সংসদ ভাঙ্গিয়া যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হইলে পদটি শূন্য হইবার নব্বই দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে (তবে শর্ত থাকে যে, যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোনো দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে)।

গত ১৪ জুলাই ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এরশাদ।

ইসি কর্মকর্তারা বলছেন, আসন শূন্য হওয়ার দিন থেকেই নব্বই দিন গণনা করা হয়। এক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান জানান, রংপুর-৩ আসনের উপ-নির্বাচন আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে মধ্য অক্টোবরের মধ্যে এরশাদের শূন্য আসনে এবং আগস্টের মধ্যে রুশেমা বেগমের আসনে নির্বাচন করবে ইসি।