এক বছর আগে কংগ্রেসের মধ্যে
দিয়ে গঠিত হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ অপেক্ষা শেষে আজ শনিবার সন্ধ্যায় ঘোষণা
হতে যাচ্ছে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি।
এই মুহূর্তে যুবলীগের শীর্ষ
নেতারা বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাসায় অবস্থান করছেন
বলে জানিয়েছেন যুবলীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
আজ শনিবার সন্ধ্যায় এক দলীয়
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
গতকাল দলটির সাধারণ সম্পাদক
এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপনির্বাচন থাকার কারণে কমিটি
ঘোষণায় কিছুটা দেরি হয়েছে। শনিবার যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এর আগে গত বছর ২৩ নভেম্বর
জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে গঠিত হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটি। আর কমিটির শীর্ষপদে
আসে নতুন মুখ। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে
শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাইনুল হোসেন
খান নিখিলকে। জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে যাচ্ছে।
জানা গেছে, ক্যাসিনোসহ অন্যান্য
কালিমা মুছে মূল আদর্শে ফিরতে চায় যুবলীগ। আর সে উদ্দেশ্যেই পরিচ্ছন্ন ইমেজের দক্ষ
ও অভিজ্ঞ তরুণেরা এবার কেন্দ্রীয় যুবলীগের নেতা হতে যাচ্ছেন। জেলা পর্যায়ের জনপ্রিয়
কয়েক জনকেও নিয়ে আসা হচ্ছে কেন্দ্রে। নতুন মুখ হিসেবে দুই জন জনপ্রিয় সংসদ সদস্য কেন্দ্রীয়
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হতে যাচ্ছেন। ২০টি পদ বাড়িয়ে কেন্দ্রীয় কমিটির আকার হচ্ছে
১৭১ সদস্যের।