শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি জাকিয়া বানু (৯১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

রোববার (২০ জুন) সকালে গুলশানের বাসায় তিনি মৃত্যুবরণ করেন ।

জাকিয়া বানু দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

গুলশানের আজাদ মসজিদে রোববার বাদ আসর জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।

জাকিয়া বানু ঢাকা লেডিস ক্লাব প্রতিষ্ঠাতাদের একজন। এ ছাড়া তিনি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা এএইচএম ওয়াজীর আলী ছিলেন শেরে বাংলার জামাতা এবং ভাগনে। তিনি প্রথম বাঙালি মুসলমান এসডিও হিসেবে দায়িত্ব পালন করেন। জাকিয়া বানু তার ছোট মেয়ে। ওয়াজীর আলীর বড় মেয়ে রাজিয়া বানু ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন।