ভারতে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৭৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ লাখ।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৩৩ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করে ৭৫ হাজার ৮৩ হাজার মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৩ জনে। করোনা আক্রান্তে বৈশ্বিক তালিকায় আগে থেকেই দ্বিতীয়স্থানে ভারত।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৫৩ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৯৬৫ জনে। আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর হার ১.৬০ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৬৮ জন। তাতে মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯৭ হাজার ৮৬৭ জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০.৮৬ শতাংশ।

সুস্থ ও মৃত্যু বাদ দিলে ভারতে বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী রয়েছেন ৯ লাখ ৭৫ হাজার ৮৩১ জন, যা মোট আক্রান্তের ১৭.৫৪ শতাংশ।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখে পৌঁছায় গত ৭ই আগস্ট, ৩০ লাখে পৌঁছায় ২৩শে আগস্ট, আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছিল ৫ই সেপ্টেম্বর, এর এগারোদিনের মাথায় আক্রান্ত অর্ধকোটি ছাড়ায়।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।