বিএনপির জনসভা আনুষ্ঠানিক ভাবে শুরু হবে দুপুর ২টায়। উক্ত জনসভার ব্যানারে প্রধান অতিথি হিসেবে নাম লেখা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য উপস্থান করবেন।

বিএনপি চেয়ারপারসন কারাবন্দী থাকা সত্ত্বেও দলীয় জনসভার ব্যানারে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম রাখার বিষয়ে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ কাছে জানতে চাইলে তিনি বিডি পলিটিকা বলেন, 'আমাদের নেত্রী গণতন্ত্রের মা, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। এটা আমরা মানি না তাই নেত্রীকে প্রধান অতিথি করা হয়েছে এবং মঞ্চে খালেদা জিয়ার জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে'। 


জনসভার মূল ব্যানার আরও লেখা হয়েছে মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুস্ঠু নির্বাচনের দাবিতে জনসভা।

বিডি/ মাহ/ জাকা/ ইব্রা