পদ্মা সেতু ও মেট্রোরেলসহ অন্যান্য মেগা প্রজেক্টের সঙ্গে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকল্পের কাজ শেষ হবে। আর এ প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী চেরাগআলীতে চলমান বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এ বর্ষাকালেই জনদুর্ভোগের শেষ হবে। সাময়িক যন্ত্রণাকে মেনে নেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।

তিনি গণমাধ্যমকে আরও জানান, ২০১৩ সালে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে প্রথম বিআরটি প্রকল্পের কাজ শুরু হয়। এখন পর্যন্ত প্রকল্পের ৬৩.২৭ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।

তবে গাজীপুর সিটি মেয়র বারবার প্রকল্পের নকশার যে ত্রুটির কথা তুলেছেন, সেই ব্যাপারে প্রশ্ন করা হলে মন্ত্রী বিষয়টি এড়িয়ে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সেতু সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী সবুজ খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খান।