আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ দ্বাদশ আসরের ষষ্ঠ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ইংল্যান্ড। পক্ষান্তরে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটে পরাজয় দিয়ে বিশ্বকাপ করেছে পাকিস্তান। সাত উইকেটে পরাজয়ের চেয়েও বড় বিবেচ্য বিষয় ছিল মাত্র ২১.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়েছে উপমহাদেশের দলটি। দুদলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে। গত ম্যাচের দলে একটি পরিবর্তন এনে আজ মাঠে নেমেছে ইংল্যান্ড। লিয়াম প্লানকেটের পরিবর্তে সেরা একাদশে ফিরেছেন মার্ক উড।

দল:
পাকিস্তান : ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, সাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, ওয়াহাব রিয়াজ.

ইংল্যান্ড : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, মার্ক উড, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড, জেমস ভিন্স, জোফরা আর্চার।