কুমিল্লার নাঙ্গলকোর্টে ইঞ্জিনিয়ার্স সোসাইটির উদ্যোগে উপজেলার প্রকৌশলী এবং ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরতদের নিয়ে এক  মিলনমেলা ও ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।গত মঙ্গলবার এ আর মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার মেহরাজুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শেখ আহমেদ।

শেখ আহমেদ উপস্থিত সকলের উদ্দেশে বলেন, "নাঙ্গলকোট ইঞ্জিনিয়ার্স সোসাইটি" নাঙ্গলকোটের সকল ইঞ্জিনিয়ারদের একটি ইউনিটি প্লাটফর্ম।যেখানে ইঞ্জিনিয়ারদের কথা বলা হবে।ঐক্যবদ্ধ ভাবে পারস্পরিক সম্পর্ক ও সহোযোগিতায় ফুটে ঊঠবে আমাদের সকলের সাফল্য-ব্যর্থতা,সুখ-দুঃখ,হাসি-কান্না।ইঞ্জিনিয়ারদের কল্যাণে রাষ্ট্রীয়,জাতীয়, সামাজিক নানামুখী কর্মসূচির মাধ্যমে সবাইকে একটি প্লাটফর্মে নিয়ে এসে সুসংগঠিত করাই এর উদ্দেশ্য।যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, মাদক, সন্ত্রাস ও দেশ বিরোধী সকল অপকর্ম রুখতে ইঞ্জিনিয়াররাই অগ্রণী ভূমিকা পালন করবে।

এ সময় আরও বক্তব্য রাখেন,ইঞ্জিনিয়ার এবিএম মহসিন, সাইফুল ইসলাম,হারুন আর রশিদ,ডুয়েট অধ্যয়নরত আরাফাত হোসেন জীবন প্রমুখ। সভায় মোট ৫০ জন প্রকৌশলী ও অধ্যয়নরতরা উপস্থিত ছিলেন।