নতুন বছর উদযাপন করতে গিয়ে আতশবাজিতে কয়েকশ পাখি মারা গেছে। ঘটনাট ঘিটেছে ইতালির রোম শহরে। এ ঘটনায় ফুঁসে উঠেছে দেশটির প্রাণী অধিকার বিষয়ক সংগঠনগুলো।

বৃহস্পতিবার রাতে রোমের প্রধান রেলস্টেশনের কয়েকশ স্টারলিংস পাখি মরে পড়ে থাকতে দেখা যায়। আহত হয় অনেক পাখি। পাখিগুলোর মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব প্রোটেকশন অব অ্যানিমেলস একে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে বলছে, উচ্চশব্দে পটকাবাজি ফোটানো ও আতশবাজি এই মৃত্যুর জন্য দায়ী।

সংস্থাটি জানায়, হতে পারে তারা ভয়ে প্রাণ হারিয়েছে। তারা ভয়ে একসঙ্গে উড়তে গিয়ে নিজেদের মধ্যে ধাক্কা লেগেও মরতে পারে। আবার হতে পারে তারা দিশেহারা হয়ে জানালা বা বিদ্যুতের লাইনে আটকে মারা গেছে। প্রাণীদের সুরক্ষায় পটকাবাজি ও আতশবাজি বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ওআইপিএ ইতালি শাখা ।