বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। সেই যাত্রায় টস ভাগ্যকে পাশে পেলেন না তারা। হেরে গেছেন কাপ্তান মাশরাফি বিন মুর্তজা।

মঙ্গলবার বার্মিংহামের এজবাস্টনে টস জিতেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সিদ্ধান্ত নিতেও ভুল করেননি তিনি। প্রথমে ব্যাটিং লুফে নিয়েছেন ভারতীয় অধিনায়ক।

হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। ইনজুরি আক্রান্ত মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় ঢুকেছেন সাব্বির রহমান। আর মেহেদী হাসান মিরাজের স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।