আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে স্থান পেয়েছেন পটুয়াখালীর কৃতি সন্তান মোঃ রাজীব পারভেজ। গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ কমিটি অনুমোদন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং কমিটির সদস্য সচিব আ’লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি।

 

জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির আওয়ামী লীগ দলীয় ১৮ জন সংসদ সদস্য পদাধিকার বলে কমিটির সদস্য মনোনীত হয়েছেন। এছাড়াও ৩৬ জনকে সদস্য করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যে তালিকায় প্রথম নামটি মোঃ রাজীব পারভেজের। রাজীব পারভেজ গত মেয়াদেও অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে ছিলেন। এর পূর্বে দলের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটিতে সদস্য ছিলেন। দলের কেন্দ্রীয় মুখপত্র উত্তরণে প্রতিষ্ঠালগ্ন থেকে সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন। এছাড়া একসময় দলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিভাগ ও জাতীয় নির্বাচনী মিডিয়া সেলের সাথে সম্পৃক্ত ছিলেন। আওয়ামী লীগের সাথে সরাসরি কাজ করার পূর্বে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম বিভিন্ন সংগঠনের সাথে ছাত্রজীবন থেকেই কাজ করছেন। দলের কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি নিজ জেলা পটুয়াখালীতে তিনি গত এক যুগ ধরে বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে তৃণমূল পর্যায়ে যথাসাধ্য ভূমিকা রেখে চলছেন। তিনি গত জাতীয় নির্বাচনে পটুয়াখালী-১ সংসদীয় আসনে দলের নিকট মনোনয়ন প্রত্যাশী ছিলেন।  পটুয়াখালী শহরের ঐতিহ্যবাহী সিকদার পরিবারের সন্তান তিনি। তার পিতা মরহুম অধ্যাপক আবদুল মান্নান সিকদার ও মাতা ফিরোজা বেগম।